বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে। ছাত্রলীগ ও যুবলীগকর্মীরা এ হামলা চালায় বলে দাবি বিএনপির।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় বুলুকে ঢাকায় নেয়া হচ্ছে।
বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি দাবি করেন, স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগকর্মীরা বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রীর ওপর হামলা করেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান বুলুর অবস্থা আশঙ্কাজনক।
হামলায় আরও আহত হয়েছেন বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন।