ছবি সংগৃহীত
দীর্ঘদিন ধরেই আলোচনায় নেই বাংলাদেশের দুই পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম। টেস্ট, টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে–কোনো ফরম্যাটেই নিজেদের কার্যত প্রমাণ করতে পারেননি এই দুই পেসার। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে এবং সীমিত ওভারের ক্রিকেটে আরও মনোযোগ দিতে প্রথম শ্রেণির ক্রিকেটের পাশাপাশি জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটকেও বিদায় বলে দিলেন এই দুই ডানহাতি পেসার।
৩৩ ছুঁইছুঁই শফিউল সবশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালের ২০ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাকি দুই ফরম্যাটে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালে। আর জাতীয় লিগেও ২০২০-এর পর আর দেখা যায়নি ২০১১ সালে বাংলাদেশ দলের হয়ে বিশ্বকাপ খেলা এই পেসারকে।
অপরদিকে, গত এক বছরে জাতীয় দলে বল হাতে দেখা যায়নি রুবেল হোসেনকে। গত বছর নিউজিল্যান্ড সফরে সবশেষ রঙিন পোশাকে খেলেছিলেন রুবেল। আর সাদা পোশাকে সবশেষ খেলেছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে। আর ঘরোয়া লিগেও ২০২০-এর পর আর দেখা যায়নি ৩২ বছর বয়সী এই পেসারকে।
এদিকে এ দুই ক্রিকেটার এখনো বিসিবিকে লিখিতভাবে অবসরের ব্যাপারে কিছু না জানালেও এরই মধ্যে এই দুই পেসার অবসরের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন।
২০০৭ সালে খুলনা বিভাগের হয়ে অভিষেক হয়েছিল রুবেল হোসেনের। ২০০৯ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন রুবেল। টেস্টে ৩৬ উইকেট নেয়ার পথে রুবেলের গড় ৭৬.৭৮ ও স্ট্রাইক রেট ১১৭.৩১।
এদিকে বাংলাদেশের হয়ে ৯ টেস্টে ১৫ উইকেট, ৫৯ ওয়ানডেতে ৬৯ উইকেট এবং ১১ টি-টোয়েন্টিতে ৮ উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।