ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় শো ‘বিগ বস’। আর এই শো-র সঙ্গে ওতপ্রোতভাবে নাম জড়িয়ে আছে বলিউড ভাইজান সালমান খানের নাম। এই শো-র সঞ্চালকের জায়গায় সালমান খান ছাড়া অন্য কাউকে ভাবাই যায় না।
টেলিভিশন শো-র টিআরপি ধরে রাখতে কালার্স চ্যানেলও সালমানকে ছাড়া কিছুই ভাবতে পারে না। তাই তো সালমানের পারিশ্রমিকের ব্যাপারে এই চ্যানেল কর্তৃপক্ষ কোনোরকম সমঝোতা করে না। ভাইজান যে পারিশ্রমিকটা চান, তাকে সেটাই দেয়া হয়।
তবে এবার নাকি সালমানের পারিশ্রমিকের কিছু পরিবর্তন আসতে পারে। এমন খবর ভেসে বেড়াচ্ছে শোবিজ অঙ্গনে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, গত বছর বিগ বসের সঞ্চালনার জন্য সালমান পারিশ্রমিক নিয়েছিলেন ৩৫০ কোটি রুপি। শোনা যাচ্ছে এবার এই অঙ্কটা অনেকটাই কমতে চলেছে। খবর অনুযায়ী, প্রত্যেক এপিসোডের জন্য নাকি ৪৩.৭৫ কোটি রুপি পাবেন বলিউডের দাবাং সালমান খান। তবে এ নিয়ে চ্যানেলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অফিশিয়াল মন্তব্য পাওয়া যায়নি।
এর পেছনের কারণ হিসেবে তুলে ধরা হয়েছে, গত বছর ওটিটিতে আলাদা করে শুরু হয়েছিল ‘বিগ বস’। সেটা একেবারেই ফ্লপ প্রজেক্ট। বহু টাকা ক্ষতি হয়েছে ওটিটির ‘বিগ বস’-এর জন্য। এসব কারণে অনেক কিছুতেই এবার ‘বিগ বস’-এর বাজেট কমাতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ।