রাজধানী ঢাকায় মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আরও ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (২৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২২ হাজার ৫১৬ পিস ইয়াবা, ৪০৪ গ্রাম বা ২৯১ পুরিয়া হেরোইন ও ২৮ কেজি ১৬০ গ্রাম বা ১৩৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বুধবার (২৬ জানুয়ারি) সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত সপ্তাহে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে কয়েকশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ডিএমপি।