মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় আহত যুবদল নেতা শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার বিকেল ৩টার পর মুক্তারপুরে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রায় ৪০-৫০ মিনিট ধরে চলে সংঘর্ষ। এতে ৩০ জন পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলামও রয়েছেন।
জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পুলিশ বিএনপির নেতাকর্মীদের মিছিল করতে মানা করলে তারা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ৩০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলি ছোড়া হয়েছে কয়েক রাউন্ড। আহতদের অনেকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।