মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আ স ম হান্নান শাহ স্মৃতি পরিষদ’ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্মরণসভায় খন্দকার মোশাররফ বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখন হাইব্রিড গণতন্ত্র। কারণ, দেশে এখন জণগণের মতামতের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচিত হচ্ছে না। সরকার প্রধান এবং নির্বাচন কমিশন দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এমনকি আমেরিকা বাংলাদেশের গণতন্ত্রকে হাইব্রিড গণতন্ত্র বলেছে। এ সরকারের ক্ষমতায় থাকার লালসার কারণে দেশ আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে গণতন্ত্র হত্যা করা হয়, লুটপাট হয়।
তিনি বলেন, যারা গণতন্ত্র হত্যা করেছে, যারা দেশের মানুষের অধিকার ক্ষুণ্ন করেছে, যারা দেশের অর্থনীতি লুটপাট করেছে, যাদের লুটপাটের কারণে দেশের জ্বালানি তেলের এ অবস্থা তাদের মানুষ বিশ্বাস করে না। এরা যদি ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এসব থেকে রক্ষা পেতে হলে এই সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে।
নিজেদের শাসন পাকাপোক্ত করতে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে এই সরকার। ইভিএমের নামে দেশের ৮ হাজার কোটি টাকা লুটপাটের ব্যবস্থা করছে সরকার ও নির্বাচন কমিশন। আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করে ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও বি.জে. (অব.) হান্নান শাহ স্মৃতি সংসদের সদস্য সচিব মজিবুর রহমানের পরিচালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, হান্নান শাহের ছেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।