“ধর্ম যার যার, উৎসব সবার” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন র্ধমাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ আফজাল হোসেন।
২৭ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ আফজাল হোসেন এর নিজ বাস ভবনে সনাতন র্ধমাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় বক্তব্য রাখেন স্বপন ব্যানার্জী, মানসকান্তি দত্ত, অতুল চন্দ্র দাস, এ্যাড সৌমেন্দ্র চন্দ লাল শৈলেন, এ্যাড. উজ্জ্বল বসু।
উল্লেখ্য, আগামী পহেলা অক্টোবর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্যদিয়ে শুরু হবে শারদীয় দূর্গোৎসব।
পটুয়াখালীর বিভিন্ন মন্ডপে মন্ডপে প্রতিমায় রং করা ও সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। জেলার ১৮৮ টি মন্ডপে সুষ্ঠ ও শান্তিপুর্ন ভাবে পুজা উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ সকল ধরনের
প্রস্তুতি নিয়েছে পুজা উদযাপন পরিষদ ও জেলা পুলিশ।