তিউনিসিয়ার বিপক্ষে এক ম্যাচে ঘটে গেল কত ঘটনা! গ্যালারিতে প্রতিপক্ষের সমর্থকদের দুয়োধ্বনি, লেজার রশ্মি, কলা ছুড়ে মারা আর মাঠে কঠিন সব ট্যাকেলের মধ্যেও ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছে ব্রাজিল। ম্যাচ জিতলেও মাঠের ৯০ মিনিট ঝুঁকিতে কেটেছে নেইমার জুনিয়রের। একাধিক ফাউলের শিকার ব্রাজিলিয়ান তারকাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিতে চেয়েছিল তিউনিসিয়ানরা, এমন দাবি করেন দলটির কোচ তিতে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে ম্যাচ শেষে গণমাধ্যমকে ব্রাজিল তিতে বলেন, ‘আমরা জানতাম মাঠের লড়াইটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আস্থার হবে। কিন্তু নেইমারের সঙ্গে যা হয়েছে, তা আমি কল্পনা করতে পারিনি। এটা একজন খেলোয়াড়কে বিশ্বকাপ থেকে ছিটকে ফেলার জন্য করা হয়েছে।’
পুরো ম্যাচে ফাউল হয়েছে মোট ২২টি। এরমধ্যে ব্রাজিলের ১৫ ফাউলের বিপরীতে তিউনিসিয়ার ফুটবলাররা ফাউল করেছে মাত্র ৭টি। তবে তাদের ফাউলের বেশিরভাগই ছিল মারাত্মক ট্যাকল। বিশেষ করে নেইমারকে কয়েকবারই বাজেভাবে ফাউল করেছেন তারা।
এর মধ্যে ম্যাচের ৪২ মিনিটে তিউনিসিয়ান ডিফেন্ডার ডিলান ব্রন ব্রাজিলিয়ান তারকাকে বাজেভাবে ফাউল করে লাল কার্ডও দেখেন। এ ছাড়া আফ্রিকার দেশটির আরও তিন ফুটবলারকে ফাউলের জন্য হলুদ কার্ড দেখান রেফারি।
মাঠের খেলায় শুধু ফুটবলাররাই নয়, এদিন তিউনিসিয়ার সমর্থকরা গ্যালারি থেকে চাপ সৃষ্টি করে গেছেন ব্রাজিলিয়ানদের ওপর। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণবাদী আচরণ করে যান তিউনিসিয়ার সমর্থকরা। ১৯ মিনিটে গোল করে রিচার্লিসন যখন মাঠের একপাশে উদ্যাপন করছিলেন তখন তার উদ্দেশে ছুড়ে মারা হয় কলা।
এরপর ম্যাচের ২৯ মিনিটে নেইমার যেন ঠিকঠাক পেনাল্টি নিতে না পারেন সে জন্য তার চোখে ধরা হয় লেজার রশ্মি। যদিও তাতে আটকানো যায়নি ব্রাজিলিয়ান তারকাকে। বিশ্বকাপের আগে দলের তারকা ফুটবলারের ইনজুরি যে কোনো দলের জন্যই বড় ধাক্কা। গোল পাওয়ার চেয়েও নেইমার বড় কোনো ঝুঁকি ছাড়া মাঠ ছেড়েছেন তাতেই স্বস্তি তিতের।
কাতার বিশ্বকাপের বাকি আর মাত্র ৫৩ দিন। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে। গ্রুপ ‘জি’ তে তাদের অন্য দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরন। সুইজারল্যান্ডের বিপক্ষে ২৮ নভেম্বর আর ২ ডিসেম্বর ক্যামেরনের মুখোমুখি হবে ব্রাজিল।