ছবি: সংগৃহীত
নায়ক-নায়িকার প্রেমের গুঞ্জন হরহামেশাই শোনা যায়। এবার এই গুঞ্জনে নাম উঠে এসেছে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের।
শোনা যাচ্ছে, আমিশা নাকি প্রেমে মজেছেন পাকিস্তানের এক অভিনেতার সঙ্গে। তার নাম ইমরান আব্বাস। তবে প্রেমকাহিনি নিয়ে রটনা হতেই অভিনয়সুলভ ভঙ্গিতেই আমিশা বললেন, ‘আমরা শুধুই বন্ধু।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন এ নায়িকা। ভিডিওতে দেখা যায়, আমিশার ‘হামরাজ’ সিনেমার ‘দিল মে দর্দ সে জগা হ্যায়’ গানে ঠোঁট মেলান নায়িকা ও তার বন্ধু ইমরান। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ইমরানের সঙ্গে আমিশার প্রেমের গুঞ্জন ছড়ায়। খবর এনডিটিভির।
এই প্রসঙ্গে সম্প্রতি মন্তব্য করতে গিয়ে হেসে ফেলেন আমিশা। তিনি বলেন, ‘আমিও খবরটা পড়লাম। খুব হেসেছি খবরটা শুনে। অনেক বছর পর বন্ধুর সঙ্গে দেখা হলো। আমরা শুধুই বন্ধু।’ ইমরানের সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে আমিশা আরও বলেন, ‘পাকিস্তানে আমার অনেক বন্ধুর সঙ্গেই যোগাযোগ রয়েছে। তারা ভারতকে ভালোবাসেন। আব্বাস ওখানে ছবিতে কাজ করে। আমাদের অনেক কথা হয়।’
এর আগেও বেশ কয়েকজনের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে কোনো সময়ই প্রকাশ করেননি প্রেমের কথা। সবসময়ই বন্ধুর অজুহাত দিয়েছেন আমিশা। ৪৬ বছর বয়সী অভিনেত্রীকে ‘গদর’-এর সিক্যুয়েলে আবার দেখা যাবে।