ঘরের মাঠে এশিয়া কাপের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছেন বাংলাদেশের নারীরা। থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে আসরে শুভসূচনা করেছেন জাহানারারা। থাইল্যান্ডের দেয়া মাত্র ৮৩ রানের লক্ষ্য ৫০ বল হাতে রেখেই তুলে ফেলে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে জয়ের মূলে ছিলেন শামিমা সুলতানা। ৪৯ রানের ইনিংসের কারণে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
এশিয়া কাপের প্রথম ম্যাচে প্রথমে ব্যাটিং করে সুবিধা করতে পারেননি থাইল্যান্ডের নারীরা। রুমানা-নাহিদার বোলিং তোপে ১৯.৪ ওভারে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। জবাবে রান তাড়া করতে নেমে দারুণ শুরু এনে দেন শামিমা ও ফারজানা। শামিমা এদিন খেলেছেন ৩০ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস।
এমন মারকুটে ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। তবে কিছুটা আক্ষেপ করতেই পারেন শামিমা। কারণ, আর এক রান করলে অর্ধশতকের দেখা পেতেন বাংলাদেশের এই ওপেনার।
এদিকে, ম্যাচসেরার পুরস্কার নেয়ার সময় শামিমা বলেন, ‘নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছিলাম এবং শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম। আমরা খুব দারুণ বোলিং করেছি, এটা ছিল একটা দলীয় প্রচেষ্টা। শুরুর দিকে উইকেট কিছুটা স্লো ছিল, তবে শেষ দিকে ব্যাটিংবান্ধব হয়ে গিয়েছিল।’
সাত দলের এবারের এশিয়া কাপে বাংলাদেশ ও থাইল্যান্ড বাদেও আছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের পরের ম্যাচ সোমবার (৩ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে।