ছবি: সংগৃহীত
‘এখন যারা নাটকের নেতৃত্ব দিচ্ছে, তারা নাটকে যে ধরনের ভাষা ব্যবহার করছে তাদের নাম বলতে লজ্জা হয়।’ নাটকে অশালীন পোশাক পরেন অভিনেত্রীরা, যা কাম্য নয়। আমাদের সমাজের সঙ্গে সংগতি রেখে নাটকে পোশাক পরার আহ্বান জানান এ অভিনেতা।
বর্তমান নাটকের ভাষা ও পোশাক নিয়ে কড়া মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ের ফাঁকে তিনি বলেন, ‘এখন যারা নাটকের নেতৃত্ব দিচ্ছে, তারা নাটকে যে ধরনের ভাষা ব্যবহার করছে তাদের নাম বলতে লজ্জা হয়। নাটকে অশালীন পোশাক পরেন অভিনেত্রীরা, যা কাম্য নয়। আমাদের সমাজের সঙ্গে সংগতি রেখে নাটকে পোশাক পরার আহ্বান জানান এই অভিনেতা।’ এ সময় তিনি আরও বলেন, ‘নাটক ইন্ডাস্ট্রি ধ্বংস হওয়ার উপক্রম হয়েছে, তাই শিল্পীরা এখনো একত্র হলে নাটক ইন্ডাস্ট্রি ঠিক করা সম্ভব।’
বর্তমান সরকার শিল্পীবান্ধব উল্লেখ করে তিনি বলেন, ‘এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পীদের শেষ বয়সে চেক দিয়ে থাকেন, কিন্তু শিল্পীদের উচিত সেই চেক না নেয়ার মানসিকতা তৈরি করা। আমি সিদ্দিকুর রহমান, প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক নেব না। আমি প্রধানমন্ত্রীকে টাকা দেব, বলব এই টাকাগুলো আপনার হাত দিয়ে মানুষকে দেন। শিল্পীদের মানসিকতা এমন হতে হবে।’
এ অভিনেতা এক পর্বের টেলিভিশন নাটক ও ধারাবাহিকে বেশির ভাগ সময় কমেডি চরিত্রে অভিনয় করে থাকেন। ২০১৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘এইতো ভালোবাসা’ মুক্তি পেয়েছিল। যে মুভিতে তার বিপরীতে নায়িকা ছিলেন অভিনেত্রী নিপুণ। সিদ্দিক অভিনীত কিছু জনপ্রিয় নাটক ও ধারাবাহিক হলো: কবি বলেছেন, হাউসফুল, গ্র্যাজুয়েট, মাইক, হাম্বা, বন্ধু এবং ভালোবাসা, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ড্যান্স ডিরেক্টর, আমি নাটক বানাতে চাই, চৈতা পাগল, বরিশালের মামা ভাগনে, আমাদের সংসার, চন্দ্র বিন্দু ও রেডিও চকলেট।