প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সকে বলা হতো মিস্টার ৩৬০ ডিগ্রি। উইকেটের চারপাশেই শট খেলতে পারায় এই নাম পেয়েছিলেন তিনি। ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদবও ব্যাট চালাতে পারেন উইকেটের চারপাশে। পাকিস্তানের বর্তমান সময়ের ব্যাটারদের এমন দক্ষতা আদৌ আছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলিং কিংবদন্তি ওয়াসিম আকরাম। মাঠে মাত্র কয়েক জায়গায় শট খেলতে দেখা যায় পাকিস্তানি ব্যাটারদের। তা নিয়ে চলমান সমালোচনায় যোগ দিলেন এই কিংবদন্তি।
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ইংলিশ ব্যাটার বেন ডাকেটের দারুণ স্ট্রোক প্রদর্শনী দেখে নিজের দেশের ব্যাটারদের সীমাবদ্ধতা নিয়ে কথা বলেন আকরাম। ডাকেটের উদাহরণ টেনে আকরাম বলেন, সে স্পিনারদের কোনো সুযোগই দেয় না। অথচ, পাকিস্তানি ব্যাটাররা ৩৬০ ডিগ্রি দূরে থাক, ১৮০ ডিগ্রিতেও ব্যাট করতে পারে কি না সন্দেহ আছে।
পাকিস্তান-ইংল্যান্ড ষষ্ঠ টি-টোয়েন্টিতে পাকিস্তানের দেয়া ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটারদের তাণ্ডবে মাত্র ১৫ ওভারে ৮ উইকেট হাতে রেখে জিতে নেয় ইংল্যান্ড। ওই ম্যাচে মাত্র ১৬ বলে ২৬ রানের হার না মানা ইনিংস খেলার পথে ৪টি চার মারেন তিনি। গোটা সিরিজেই ব্যাট হাতে স্পিনারদের দারুণ সামলেছেন ডাকেট।
আকরাম বলেন, ‘বেন ডাকেটকে দেখুন, তিনি বোলারদের, বিশেষ করে স্পিনারদের স্থির হতে দেন না।’
এক টেলিভিশন সাক্ষাৎকারে এই মন্তব্য করার পাশাপাশি নিজের দেশের ব্যাটারদের সামর্থ্য নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। সে আলাপচারিতায় পাকিস্তানের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফকে প্রশ্ন ছুড়ে দেন আকরাম, ‘৩৬০ ডিগ্রি ভুলে যাও, তারা কি ১৮০ ডিগ্রি খেলতে পারে?’
তিনি যোগ করেন, ‘বেন ডাকেটকে দেখুন, তিনি বোলারদের, বিশেষ করে স্পিনারদের স্থির হতে দেন না। ও মাঠের সবদিকে শট খেলে। আমি যদি পাকিস্তানের বিপক্ষে খেলি, তাহলে আমি জানি, তারা তাদের শটগুলো কোথায় খেলবে। তারা বহুমুখী নয় এবং কেউ চেষ্টাও করে না। ৩৬০ বেশি হয়ে যাবে? তাহলে অন্তত ১৮০ ডিগ্রি জায়গায় খেলার চেষ্টা করতে হবে। তুমি (ইউসুফ) এ ধরনের অনুশীলন করাও? যদি করাও , তবে কেন তারা ম্যাচে প্রয়োগ করবে না?’
পেস বোলিং কিংবদন্তির প্রশ্নের জবাবে মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমি চেষ্টা করছি। সাকলায়েন (সাকলায়েন মুশতাক, প্রধান কোচ) ভাইয়ের সঙ্গে কথা বলেছি। যখন তারা স্পিনারদের বিপক্ষে খেলে, আমি পেছনে দাঁড়িয়ে আমাদের ব্যাটারদের পরামর্শ দিই ভিন্ন বলে ভিন্ন শট খেলার।’
লাহোরে সিরিজের শেষ ম্যাচে রোববার (২ অক্টোবর) মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। ৭ ম্যাচ সিরিজ এখন ৩-৩ সমতায়। তাই শেষ ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।