ছবি: সংগৃহীত
শিল্পীর কোনো সীমানা থাকে না। যে জায়গায়ই যাক না কেন, সেখানেই মেলে ধরে তার শিল্প। বলিউড ও দক্ষিণের তারকারা পালাক্রমে সিনেমা করছেন দুই ইন্ডাস্ট্রিতে। এটা নতুন কিছু নয়। এবার সেই ধারা বজায় রেখে সিনেমায় আসছেন দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী ও বলিউড ভাইজান সালমান খান।
শনিবার (১ অক্টবর) মুক্তি পেয়েছে সালমান ও চিরঞ্জীবী অভিনীত ‘গডফাদার’ সিনেমার হিন্দি ট্রেলার। এ সিনেমার ট্রেলারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন চিরঞ্জীবী ও সালমান খান। তাদের দুজনকে একসঙ্গে দেখে অবাক হয়েছেন অনেক অনুগামীই। পরিচালক মোহন রাজা এই অসামান্য শিল্পীদের সঙ্গে রুপালি পর্দায় নিজের জাদু দেখিয়েছেন।
ট্রেলারে দেখা গেছে, সালমান ও চিরঞ্জীবীকে ভরপুর অ্যাকশন করতে। মালয়ালম ভাষার ২০১৯ সালের ‘লুসিফার’ সিনেমার রিমেক ‘গডফাদার’। মূল সিনেমায় অভিনয় করেন মোহনলাল।
‘গডফাদার’ সিনেমার জন্য কোনো পারিশ্রমিকও নেননি সালমান খান। চিরঞ্জীবী ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে বলেন, ‘যখন সিনেমার প্রযোজক সালমানের কাছে যান এবং কিছু পারিশ্রমিকের প্রস্তাব দেন, তিনি সেটি গ্রহণ করেননি। এমনকি পরিমাণ কত সেটিও জানতে চাননি। তিনি বলেছিলেন, ‘রাম চরণ ও চিরঞ্জীবী গারুর প্রতি আমার ভালোবাসা কিনতে পারবেন না।’ খবর ই টাইমসের।
চিরঞ্জীবী-সালমান ছাড়াও ‘গডফাদার’ সিনেমায় আরও আছেন নয়নতারা। আগামী ৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।