বুধবার, ১৪ মে ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :
খুব দ্রুত সময়ের মধ্যে মীরগঞ্জ মুলাদি সেতু নির্মাণ কাজ শুরু করা হবে। রাকুদিয়া নতুন হাটে মুদি দোকানে চুরি কাশ্মীর হামলার পর চরম উত্তেজনা: ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন প্রধান উপদেষ্টা বরাবর মুফতি আরিফ বিন হাবিবের খোলা চিঠি প্রদান  কাউনিয়া আরজু মনি স্কুল সংলগ্ন  ভাঙ্গারির ব্যবসার আড়ালে মুন্নি ও হানিফের প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা  বরিশাল মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তারিকুল ইসলাম ঝুনুকে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোন দায়িত্ব নেই — আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বরিশালের কাজির হাট থানায় বিদ্যানন্দপুর ইউনিয়নে সেনা সদস্যের নামে মিথ্যা মামলা। বরিশাল আদালতের সামনে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার জন্য অবস্থান কর্মসূচি করে আগামী ৩ বছরের জন্য বরিশাল মহানগর ইমাম সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন ।

মারাত্মক দূষণের কবলে ‘চট্টগ্রামের হৃৎপিণ্ড’ কর্ণফুলী নদী

সায়মা। একুশে বিডি
  • প্রকাশিতঃ শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৩২৯ জন নিউজটি পড়েছেন

প্রায় ৮৯টি উৎসের কারণে মারাত্মক দূষণের কবলে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের হৃৎপিণ্ডখ্যাত কর্ণফুলী নদী। এতে নদীর দু’পাশের বিপন্ন ৮১টিসহ মোট ৫২৮ প্রজাতির উদ্ভিদ হুমকির মুখে বলে সম্প্রতি পরিবেশবাদী সংগঠন ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন (ইকো)-এর এক গবেষণায় তথ্য উঠে এসেছে।

প্রায় আট মাস ধরে করা এ গবেষণায় দেখা গেছে, সবচেয়ে বেশি দূষণ বঙ্গোপসাগরের মোহনা থেকে কালুরঘাট অংশে। যার কারণে এসব এলাকায় উদ্ভিদ প্রজাতির সংখ্যা অনেক কম। যদি দূষণসহ দখল বন্ধ না হয়, তাহলে ভবিষ্যতে এই প্রজাতিগুলোও বিলুপ্ত হয়ে যাবে।

ইকোর সহযোগিতায় এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পরিচালিত হওয়া গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল। সহযোগী হিসেবে নেতৃত্বে ছিলেন ইকোর সায়েন্টিফিক কর্মকর্তা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান ছাত্ররা।

গবেষণা নিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল বলেন, গবেষণায় কর্ণফুলী নদীর দু’পাশে মোট ৫২৮ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে, যা ৩৭৩টি গণভুক্ত এবং ১১৩টি পরিবারের অন্তর্গত। এ গবেষণায় শনাক্ত হওয়া গাছের মধ্যে মোট ৩৫৫টি ঔষধি উদ্ভিদ। এর মধ্যে ৮১টি বিপন্ন প্রজাতির।

তিনি আরও বলেন, কর্ণফুলী বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের প্রাণ। এই নদীর ওপর দেশের অর্থনীতি নির্ভরশীল, কিন্তু ক্রমেই এ নদী অসুস্থ হয়ে পড়ছে। গবেষণায় দেখা গেছে, বঙ্গোপসাগর মোহনা থেকে কাপ্তাই পর্যন্ত প্রায় ৮৯টি উৎস নদী দূষণের জন্য দায়ী। এর মধ্যে ৫৩টি শিল্পকারখানা, ১৪টি নৌযান মেরামতের জায়গাসহ বাজার নালা, খামার, শুঁটকি পল্লিও অন্তর্ভুক্ত। অধিকাংশ উৎস সাগরের মোহনা থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত জায়গায় অবস্থিত।

প্রাথমিকভাবে এ গবেষণায় কর্ণফুলী দূষণের ৩০টি কারণ শনাক্ত করার কথা উল্লেখ করে ইকোর সম্পাদকমণ্ডলীর সদস্য এস এম আবু ইউসুফ সোহেল বলেন, গবেষণার সময় নদীর দুই তীরে অবস্থিত বিভিন্ন কলকারখানা থেকে নদীতে নির্গত বর্জ্য পদার্থ সংগ্রহ করে ল্যাবে বিশ্লেষণ করে মানবদেহ ও প্রাণীদের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের উপস্থিতি শনাক্ত করি। এগুলোর মধ্যে অত্যধিক ক্ষারকীয় দ্রবণ, দ্রবীভূত কঠিন পদার্থ, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ইত্যাদি উল্লেখযোগ্য।

এছাড়া গবেষণায় দেখা গেছে, বঙ্গোপসাগর মোহনা থেকে কালুঘাটের পর পর্যন্ত সবচেয়ে বেশি দূষণ, নদী দখল, বর্জ্য পদার্থ ও শহরের ড্রেনের দূষিত পানির মিশ্রণ দেখা গেছে। যার কারণে এই এলাকায় উদ্ভিদ প্রজাতির সংখ্যা অনেক কম এবং যেগুলো এখনও টিকে আছে, যদি দূষণসহ দখল বন্ধ না হয়, তাহলে ভবিষ্যতে এই প্রজাতিগুলো হারিয়ে যাবে। তাছাড়া কর্ণফুলীতে দূষণ হলে হালদা নদী দূষিত হবে। গবেষণায় ডলফিনের আধিক্য সবচেয়ে বেশি দেখা গেছে শিকলবাহা ও বোয়ালখালী চ্যানেলে। দূষণ বন্ধ না হলে ভবিষ্যতে ডলফিনের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হবে এবং একসময় বিলুপ্ত হবে ডলফিন।

এস এম আবু ইউসুফ আরও বলেন, নদী দখল ও দূষণ বন্ধ না হলে ভবিষ্যতে ইকোর গবেষণায় শনাক্ত হওয়া ৮১টি প্রজাতির বিপন্ন উদ্ভিদসহ মোট শনাক্ত ৫২৮টি উদ্ভিদের মধ্যে অনেক উদ্ভিদ হারিয়ে যাবে। যা নদীর তথা চট্টগ্রাম শহরের পরিবেশ বিনষ্ট করবে। এছাড়াও দূষণ বন্ধ না হলে ডলফিনসহ বিভিন্ন প্রাণী বিলুপ্ত হবে। নদীতে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যের মিশ্রণের ফলে দৈনন্দিন কাজে নদীর ওপর নির্ভরশীল মানুষগুলোর মারাত্মক স্বাস্থ্যঝুঁকি রয়েছে, যা থেকে চর্মরোগ, শ্বাসকষ্টসহ ক্যানসার হতে পারে বলেও জানান এ পরিবেশবিদ।

একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Tuesday, 13th May, 2025
    SalatTime
    Fajr3:54 AM
    Sunrise5:17 AM
    Zuhr11:55 AM
    Asr3:18 PM
    Magrib6:33 PM
    Isha7:56 PM
© All rights reserved © 2019 ekusheybd.com
Theme Customized BY mrhostbd.com
themesba-lates1749691102