বিলুপ্ত প্রজাতির উল্লুক বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় মার্ষা পরিবহনের একটি বাস থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের চুনতি অভয়ারণ্যের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: মো. মুবিন (৩০) ও মো. মাজহারুল (৩৫)। তাদের উভয়ের বাড়ি কুমিল্লায়।
মুবিন ও মাজহারুল চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারের নাইস বার্ড গার্ডেন নামের একটি দোকানের কর্মচারী। সেটি বিদেশি পাখি বিক্রির দোকান বলে জানিয়েছে পুলিশ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘পাখি বিক্রির দোকানের দুই কর্মচারীকে একটি উল্লুকসহ আমরা আটক করি।’
জিজ্ঞাসাবাদে তারা জানায়, উল্লুকটি বান্দরবানের আলীকদম থেকে ধরেছে তারা। রিয়াজুদ্দিন বাজারে পাখির দোকানে নিয়ে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল তারা। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
জানা গেছে, উদ্ধার উল্লুকটি পুরুষ প্রজাতির। কম বয়সী প্রাণীটি পশ্চিমা উল্লুক প্রজাতির। আগে চুনতি অভয়ারণ্যে এই প্রজাতির উল্লুকের দেখা মিলত। এখন আর দেখা যায় না। দেশে উল্লুক এখন বিপন্নপ্রায় প্রাণী। বান্দরবানের আলীকদমের জঙ্গলে গাছে কিছু উল্লুকের দেখা মেলে।