ছবি সংগৃহীত
ভারত নারী দলের কাছে ৫৯ রানে হেরে সেমিফাইনালে উঠার শঙ্কায় পড়েছে এশিয়া কাপের স্বাগতিক বাংলাদেশ। তবে সুযোগ এখনও আছে, সে জন্য জয় পেতে হবে রাউন্ড রবিন লিগের পরের দুই ম্যাচে। এক ম্যাচ জিতলেও শেষ চারে উঠতে পারে টাইগ্রেসরা, সেক্ষেত্রে সমীকরণ হবে ভিন্ন।
৪ পয়েন্ট নিয়ে টেবিলে বাংলাদেশের স্থান চারে। ৪ পয়েন্ট আছে থাইল্যান্ডেরও, তবে রানরেটের হিসাবে তারা বাংলাদেশের পেছনে। প্রথম তিনটি স্থানে আছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এদের মধ্যে ভারতের ৮, পাকিস্তানের ৬ ও শ্রীলঙ্কার পয়েন্টও ৬। অর্থাৎ ভারত শেষ চারে উঠার খুব কাছে। নাটকীয়তার জন্ম না হলে পরের তিনটি স্থানের জন্য লড়াই হবে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে।
বাংলাদেশ ও থাইল্যান্ড, দুদলেরই ম্যাচ বাকি আছে ২টি করে। দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে থাইল্যান্ড খেলবে মালয়েশিয়া ও ভারতের বিপক্ষে। বাংলাদেশ দুই ম্যাচে ভালো ব্যবধানে জয় পেলে এবং থাইল্যান্ড ভারতের বিপক্ষে হারলে সেমির টিকিটের জন্য টাইগ্রেসদের অন্য কারো দিকে তাকিয়ে থাকতে হবে না। কিন্তু নিগার সুলতানা জ্যোতি বাহিনী ও থাইল্যান্ড একটি করে ম্যাচে জয় পেলে পয়েন্ট সমান হওয়ায় চলে আসবে রানরেটের হিসাব।
আবার দুদল দুটি ম্যাচেই হারলে সেমিফাইনালের জন্য রানরেট বিবেচনায় আসবে। যারা এগিয়ে থাকবে, তারাই লড়াই করতে ফাইনালে উঠার জন্য। এদিকে আবার বাংলাদেশ ও থাইল্যান্ড দুটি ম্যাচে হারলে এবং সংযুক্ত আরব আমিরাত দুটি ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট হবে ৬। অর্থাৎ সেমিফাইনালে যাবে আরব আমিরাতই।
সেরা তিনে থাকা দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ বাকি আছে ২টি করে। বাংলাদেশ ও থাইল্যান্ড নিজ নিজ ম্যাচে ভালো করলে এই দুদল থেকে কেউ ছিটকে যেতে পারে। যদিও আপাতত দৃষ্টিতে সেটা অনেকটা অসম্ভবই।