ভারতের সিনেমা পাড়ায় বিজয় দেবরকোন্ডার সঙ্গে রাশমিকা মান্দানার প্রেমের কানাঘুষা চলছে অনেক দিন ধরেই। এবার সে কানাঘুষা যেন কয়েকগুণ বেড়ে গেল রাশমিকা এবং বিজয়ের একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে যাওয়াকে কেন্দ্র করে।
বিজয় দেবরকোন্ডার সঙ্গে প্রেমের কানাঘুষা বেশ উপভোগই করেন রাশমিকা। যদিও এখনও তাদের কেউই সম্পর্কের বিষয়টি নিয়ে সরাসরি মুখ খোলেননি। বরাবরই তারা ‘ভালো বন্ধু’ বলে নিজেদের হাজির করেছেন। এবার সেই ‘ভালো বন্ধু’ বিজয়ের সঙ্গে অনেকটা গোপনে মালদ্বীপে ছুটি কাটাতে গেলেন দক্ষিণী হার্টথ্রব অভিনেত্রী রাশমিকা।
শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে বলিউডে তার প্রথম হিন্দি ছবি ‘গুডবাই’। ওই দিন সকালেই মুম্বাইয়ের বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন বিজয় এবং রাশমিকা। খবর ইন্ডিয়ান এক্সেপ্রেসের।
খবর অনুযায়ী প্রথমে বিমানবন্দরে আসেন বিজয়, এরপর রাশমিকা। এ সময় অভিনেত্রী মুখ থেকে মাস্ক সরিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন। জানান, কোনো ছবির শুটিং নয়, নেহায়েত ছুটি কাটাতে মালদ্বীপ যাচ্ছেন ‘ভালো বন্ধু’ বিজয়কে সঙ্গী করে।
এদিকে সম্প্রতি ‘কফি উইথ করণ’ শোতে এসে বিজয় এক প্রশ্নে জানিয়েছিলেন, রাশমিকার সঙ্গে দুই ছবিতে কাজ করার সুবাদে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। রাশমিকাকে তার ভালো লাগে, সে তার কাছে খুব প্রিয়। এমনকি ‘ডালিং’ বলেও রাশমিকাকে অভিহিত করেন এ অভিনেতা।
তেলেগু সিনেমা ‘গীতা গোবিন্দাম’-এ একসঙ্গে বছর চার আগে পর্দায় ধরা দেন বিজয় ও রাশমিকা। এরপর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও দেখা যায় এ জুটিকে। তখন থেকেই তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যায়।