পটুয়াখালীর রাঙ্গাবালীতে গাঁজাসহ রাশেদ আকন (২৬) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ অক্টোবর) গভীর রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কানকুনিপাড়া থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ রাশেদ আকনকে গ্রেফতার করে পুলিশ। রাশেদ কানকুনিপাড়া গ্রামের ভাসানী আকনের ছেলে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল ইসলাম মজুমদার জানান, রাশেদ একজন মাদক ব্যবসায়ী। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। রাশেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।