রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম হাসান মাহমুদ (২০)।
মঙ্গলবার (১১ অক্টোবর) র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ীর রায়েরবাগে অভিযান পরিচালনা করে। এ সময়ে ৩ লাখ মূল্যের ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ছাড়া তার কাছে থেকে একটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।