দক্ষিণ কলকাতার টালিগঞ্জ চত্বরে টলিউড প্রযোজনা সংস্থা এসকে মুভিজের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সকালে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ চত্বরে টলিউড প্রযোজনা সংস্থা এসকে মুভিজের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। সকালে দাউ দাউ করে গোডাউনের অংশ জ্বলতে দেখেন। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ১১টি ইউনিট যোগ দেয়।