ফেনীর সোনাগাজীতে এক তরুণীকে (১৯) ধর্ষণচেষ্টার অভিযোগে মারুফ আলম ভূঁইয়া নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে ফেনীর সোনাগাজীর বদুরিয়া গ্রাম থেকে মারুফকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। বাদুরিয়া গ্রামের ফখরুল আলম ভূঁইয়ার ছেলে মারুফ সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী বলে জানা গেছে।
পুলিশ জানায়, বুধবার (১২ অক্টোবর) বিকেলে ওই তরুণীর বাড়িতে গিয়ে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে মারুফ। বিষয়টি জানাজানি হলে, এলাকাবাসী বৃহস্পতিবার তাকে ডেকে এনে আটক করে। এসময় মারুফ আলমের বক্তব্য শুনে ওই তরুণীকে বিয়ে করতে বললে সে অস্বীকৃতি জানায়। এরপর স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাগাজী মডেল থানা মামলা করেন।
তবে অভিযুক্ত যুবক বিষয়টি অস্বীকার করে দাবি করেন, ওই তরুণীর বড় বোন তাকে ফোন দিয়ে ডেকে নেয়। তাদের ঘরে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ায়, ঘটনাটি ষড়যন্ত্রমূলক হতে পারে বলেও দাবি মারুফের।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, ‘স্থানীয় জনতা তাকে (মারুফ আলম ভূঁইয়া) আটক করে পুলিশে সোপর্দ করে। তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।’