নিজ দেশে ঢুকতে দেওয়া হয়নি নিউজিল্যান্ডের এক অন্তঃসত্ত্বা নারীকে। পরে আফগানিস্তানের তালেবান সরকার তাকে আশ্রয় দিয়েছে।
রেডিও নিউজিল্যান্ডকে রোববার (৩০ জানুয়ারি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার কাছে এটিকে আস্থা ভঙ্গের মতো মনে হচ্ছে।
আফগানিস্তানে আলজাজিরার প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন শার্লট বেলিস নামের নিউজিল্যান্ডের ওই নাগরিক। তার সঙ্গী জিম হুয়েলব্রোয়েকও সেখানে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন।
কাতারের রাজধানী দোহায় আলজাজিরার প্রধান কার্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি বুঝতে পারেননি যে গর্ভবতী হয়েছেন। কাতারে অবিবাহিত নারীর গর্ভধারণ অবৈধ হওয়ায় তিনি তা গোপন রাখেন।
এরপর নিজ দেশ নিউজিল্যান্ডে ফিরে যাওয়ার প্রস্তুতি নেন ওই সাংবাদিক। কিন্তু করোনা নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ থাকায় তাকে তার দেশে ঢুকতে দেওয়া হয়নি।
কাজেই বসবাসের জন্য তার সামনে একটি বিকল্প হিসেবে আফগানিস্তান রয়েছে। তিনি তালেবান শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। তাদের বলেন যে আফগানিস্তানে তিনি সন্তান জন্ম দিতে চান।
তালেবান নেতারা তাকে বলেন, আপনি যদি এখানে আসেন, সন্তান জন্ম দেন, তাতে আমরা খুশিই হবো। এখানে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি হতাশ হবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে।
এই নারী সাংবাদিক বলেন, যখন আমার দরকার ছিল, তখন নিউজিল্যান্ড সরকার আমাকে স্বাগত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। যখন তালেবান একজন অন্তঃসত্ত্বা, অবিবাহিত নারীকে নিরাপদ আশ্রয় দেয়, তখন আপনার মনে হবে যে সবকিছু এলোমেলো হয়ে গেছে।