সিরাজগঞ্জের বেলকুচিতে টাকার বিনিময়ে একজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যা ও একটি বিকাশের দোকানে ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সমেশপুর এলাকার একটি কফি হাউসের সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি রিভলভারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: বেলকুচি উপজেলার ডাকাত সর্দার মুন্তাজ আলী, তার সহযোগী আলী আহসান ও মো. লিখন।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার খুনি ও ডাকাত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল। তিনি জানান, সোমবার সন্ধ্যায় জেলা পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী নিয়মিত অভিযানের সময় বেলকুচি উপজেলার সমেশপুর এলাকার একটি কফি হাউসের সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬-৭ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তিনজনকে ধরে ফেলে পুলিশ।
পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী তিন লাখ টাকার বিনিময়ে বেলকুচির একজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যা এবং একটি বিকাশের দোকানে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি, একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।