গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পর পর ১১ জেব্রার মৃত্যুর পাশপাশি একটি বাঘেরও মৃত্যু হয়েছে। গত ১২ জানুয়ারি বাঘটির মৃত্যু হলেও বিষয়টি গোপন রাখে পার্ক কর্তৃপক্ষ।
রোববার (৩০ জানুয়ারি) দুপুরে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ পার্ক পরিদর্শনে যান। এসময় মৃত প্রাণীগুলোর সন্ধান নিতে গেলে বেরিয়ে আসে ১১টি জেব্রার মৃত্যুর পাশাপাশি একটি পুরুষ বাঘ মৃত্যুর তথ্য।
পরিদর্শন শেষে সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ বলেন, তার ধারণা নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে হত্যা করা হয়েছে প্রাণীগুলোকে। দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান তিনি।
এদিকে, মৃত্যুর কারণ ও প্রতিকারে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পার্ক কর্তৃপক্ষের গঠিত মেডিকেল বোর্ড মৃত্যুর কারণ হিসেবে নিজেদের মধ্যে মারামারি ও ব্যাকটেরিয়ায় সংক্রমণের কথা জানায়।
রোববার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, প্রযোজ্য ক্ষেত্রে দায়িত্বে অবহেলাকারীদের সনাক্তকরণ এবং করণীয় বিষয়ে মতামত দিতে সকালে সাফারি পার্ক পরিদর্শন করেছে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জেব্রাগুলোর এ ধরনের মৃত্যু প্রতিরোধে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাফারি পার্ক কর্তৃপক্ষ দেশের বাইরে অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছেন। বিশেষ করে যে দেশ থেকে প্রাণীগুলো আমদানি করা হয়েছিল সেই দক্ষিণ আফ্রিকার খামার মালিকের সাথে এ ব্যাপারে কথা হয়েছে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি জেব্রার মৃত্যু হয়। এরপর ২২ দিনে সেখানে আরও আটটি জেব্রার মৃত্যুর পর সর্বশেষ শনিবার (২৯ জানুয়ারি) পার্কে আরও দুই জেব্রার মৃত্যু হয়।