রাজধানীর শনিরআখড়ায় পাইলিংয়ের কাজ করার সময় রড পড়ে আজাদ নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ জামালপুরের মেলান্দহ উপজেলার দিলদার আলীর ছেলে।
নিহতের সহকর্মী আশরাফ জানান, ১৫ দিন ধরে শনিরআখড়া চৌরাস্তা এলাকায় ভবন নির্মাণের কাজ করছিল আজাদ। তিনি সেখানেই থাকতেন। শুক্রবার সকালে পাইলিংয়ের কাজ করার সময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশেকে জানানো হয়েছে।