বিএনপির হুমকির জবাব দিতে এবার মাঠে নামছে আওয়ামী লীগ। শনিবার ঢাকা (২৯ অক্টোবর) জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন কেন্দ্র করে লক্ষাধিক লোকসমাগমের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীনরা। দলীয় কর্মীদের জন্য আসছে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। এমনটিই জানিয়েছেন দলের নীতিনির্ধারকরা।
এদিকে পোস্টার, ব্যানার আর ফ্যাস্টুনে ছেয়ে গেছে গোটা সমাবেশস্থল। নৌকার আদলে বানানো হয়েছে মূল মঞ্চ। রাত পোহালেই ঢাকা জেলা আওয়ামী লীগের বহুল কাঙ্ক্ষিত সম্মেলন।
রাজধানীর আগারগাঁওয়ের এই সভাস্থলে লক্ষাধিক নেতাকর্মীর সমাগমের পরিকল্পনায় এগোচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগ ইউনিট। সময় কম, তাই শেষমুহূর্তে দিনরাত কাজ করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ ৩৮ বছর সভাপতি-সম্পাদকের কাছে বন্দি ঢাকা জেলা আওয়ামী লীগ। তৈরি হয়েছে নেতৃত্ব জট। তাই এবারের সম্মেলনে নতুন নেতৃত্ব উঠে আসবে বলে দাবি সংশ্লিষ্টদের।
ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, যারা মাঠের কর্মী থেকে উঠে এসেছেন, তাদের হাতের নেতৃত্ব দেয়া হলে সেখানে আমরা স্থান পাব।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ বলেন, বিএনপি সমাবেশ করে মাঠ গরম করার চেষ্টা করছে। তবে এর মধ্যে যদি কোনো নাশকতা ও দেশবিরোধী কর্মকাণ্ড হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ তাদের প্রতিহত করবে।
আওয়ামী লীগের নীতিনির্ধারকরা বলছেন, এই সম্মেলন শুধু নেতৃত্ব গঠন নয়, ক্ষমতার জানান দিতে বিএনপিকে দেয়া হবে কঠোর বার্তা। তবে সম্মেলনে নেতৃত্বের পরিবর্তন আসবে কি? এমন প্রশ্নের উত্তর পরিষ্কার করেনি আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আগামী ১০ তারিখের মধ্যে দেশত্যাগের হুমকি দিচ্ছে বিএনপি। হুমকির পরিপ্রেক্ষিতে এই সমাবেশের মাধ্যমে তাদের মেসেজ দেয়া হবে। নেতৃত্বের পরিবর্তন নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
সাভার, ধামরাই, দোহার,নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ থেকে লক্ষাধিক নেতাকর্মী শনিবার (২৯ অক্টোবর) উপস্থিত হবেন সম্মেলন স্থলে।