পটুয়াখালী প্রতিনিধি: আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করতে পটুয়াখালীতে প্রস্তুতি ও আলোচনা সভা করেছেন জেলা বিএনপি।
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে পটুয়াখালী পৌর শহরের সেন্টারপাড়া এলাকার বধুয়া কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন ও সদস্য হাসান মামুন।
এসময় বক্তারা বলেন, সারাদেশে নজীরবিহীন লোডশেডিং ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। যে কোন বাধাবিঘœ মোকাবেলা করে আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় গণসমাবেশকে সফল করাতে হবে বলে জানান বক্তারা ।