ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
ঘাট কর্তৃপক্ষ জানান, কুয়াশার কারণে রাত ১২টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছিল। ভোর রাত সাড়ে ৪টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এতে দুঘর্টনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। ফলে আটকা পড়ে ছোট-বড় ৫টি ফেরি। দীর্ঘ সময় ঘাটে আটকে থাকায় দুর্ভোগে পড়ে যাত্রী ও যানবাহনের শ্রমিকরা।
সিদ্দিক নামের এক যাত্রী জানান, ভোর সাড়ে ৪ টায় ঘাটে এসেছি। কুয়াশার কারণে এখনো পাটুরিয়া ঘাটে। এখন সকাল ৯টায় ফেরি পেলাম। এখন স্বস্তি।
সাদেক আহম্মেদ মায়ের মৃত্যুর সংবাদ শুনে ঢাকা থেকে ঘাটে এসেছেন। তিনি বলেন, এখন অপেক্ষা আর কষ্টে নাভিঃশ্বাস।
ঘাট ব্যবস্থাপক মো. মহীউদ্দিন রাসেল জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬ ফেরি রয়েছে। সবগুলো ফেরি চলাচল করছে। এখন ঘাটের অবস্থা স্বাভাবিক।