আদর্শ ও নীতি যদি ঠিক না থাকে, তাহলে লাখ লাখ কেন কোটি মানুষের সমাগম ঘটিয়েও কোন লাভ হবে না বলে মন্তব্য করেছেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
শনিবার (২৯ অক্টোবর) দিনাজপুরের বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাস মালিক ও পরিবহন শ্রমিকরা বলছে বিএনপি জামাত আমাদের পুড়িয়ে মেরেছে। আমাদের মালিকদেরকেও তারা পুড়িয়ে মেরেছে। বাংলাদেশে শত শত বাস পুড়িয়ে দেয়া হয়েছে। শত শত মানুষকে মেরে ফেলা হয়েছে। যারা বেঁচে আছেন তারা দগ্ধ শরীর নিয়ে কষ্টে বেঁচে আছেন। সেদিন এসব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন একমাত্র ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, এই ক্ষোভে বিএনপি যেখানে সমাবেশ করছে সেখানেই পরিবহন ধর্মঘট ডেকেছে বাস মালিক গ্রুপ ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।
পৌরসভার মেয়র আসলাম আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বোচাগঞ্জ ইউএনও ছন্দা পাল, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন, বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আফছার আলী প্রমুখ।