ছবি: সংগৃহীত
ভারতীয় মুদ্রা রুপির মান মার্কিন ডলারের বিপরীতে অব্যাহতভাবে কমছে। সেই সঙ্গে দেশটির আরেক উদ্বেগের কারণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ২১ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটির রিজার্ভ ৫২৪ দশমিক ৫২ বিলিয়ন ডলারে নেমে এসেছে। যা ২০২০ সালের পর সর্বনিম্ন।
শুক্রবার (২৮ অক্টোবর) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সাপ্তাহিক স্ট্যাটিস্টিকাল সাপ্লিমেন্টে তথ্য জানানো হয়।
দেশটির বৈদেশিক মুদ্রার সম্ভার অনেক মাস ধরেই ক্রমান্বয়ে কমছে। ১৪ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটির রিজার্ভ ছিল ৫২৮ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। এর মানে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটির রিজার্ভ ৪ দশমিক ৫০ বিলিয়ন ডলার কমে গেছে।
এর আগে ২০২১ সালের অক্টোবরে দেশটির ফরেক্স রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ ৬৪৫ বিলিয়ন ডলারে পৌঁছে যায়। কিন্তু বৈশ্বিক অস্থিরতার কারণে রুপির ধারাবাহিক পতন রুখতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপে কমছে রিজার্ভ।
এছাড়া আরবিআই’র তথ্যমতে, সামগ্রিক রিজার্ভের আরেকটি প্রধান উপাদান ফরেন কারেন্সি অ্যাসেট বা এফসিএ ২১ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ৪৫৬ দশমিক শূন্য ৭৫ বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভে থাকা ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিনি মুদ্রার মূল্যায়ন বা অবমূল্যায়ন ফরেন কারেন্সি অ্যাসেটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়।
এদিকে, এ সপ্তাহে ডলারের বিপরীতে রুপির বিনিময়মূল্য ৮৩ দশমিক ২৯ এর সর্বনিম্ন রেকর্ড ছুঁয়েছে। তবে সপ্তাহ শেষে মুদ্রাটির মান শূন্য দশমিক ২৫ শতাংশ বেড়ে ৮২ দশমিক ৪৭ ডলারে উঠে। এর আগে টানা ৬ সপ্তাহ রুপির অব্যাহত পতন হয়।
আরবিআই বলছে, দেশটির সোনার রিজার্ভের মূল্য ২৪৭ মিলিয়ন মার্কিন ডলার কমে ৩৭ দশমিক ২০৬ বিলিয়ন ডলারে অবস্থান করছে।
সূত্র: রয়টার্স, এনডিটিভি