ছয় দফা দাবি মেনে না নেয়ায় রোববার (৩০ অক্টোবর) থেকে পিএসসির সামনে টানা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ৪০তম বিসিএস চাকরিপ্রার্থীরা। ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশ প্রত্যাশী ও চাকরিপ্রার্থী বেকার ছাত্রসমাজ এ কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
শনিবার (২৯ অক্টোবর) আন্দোলনকারীরা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তারা বলেছেন, গত ৬ অক্টোবর পিএসসির সামনে মানববন্ধন, ১৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে ৬ দফা দাবি উত্থাপন ও ৫ দিনের আল্টিমেটাম, ২০ অক্টোবর দেশের ৮ বিভাগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে ২৪ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে আল্টিমেটাম ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। এরপরও পিএসসি থেকে আশানুরূপ কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ জন্য ৩০ অক্টোবর ৬ দফা দাবি পূর্ণ বাস্তাবায়নের জন্য পিএসসির সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।