ছবি সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই ম্যাচের একটিতে জিতলেও সেমিফাইনালের আশা এখনও বেঁচে আছে বাংলাদেশের। রোববার (৩০ অক্টোব) তৃতীয় ম্যাচে টাইগাররা খেলতে নামবে জিম্বাবুয়ের বিপক্ষে। এ ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে অনেকটা দূরে সরে যাবে সাকিব আল হাসান বাহিনী। গুরুত্বপূর্ণ এ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ?
ত্রিদেশীয় সিরিজ থেকে ওপেনিংয়ে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার যতটি ম্যাচ খেলেছেন, প্রত্যেকটিতেই ব্যর্থ তারা। কিন্তু বাংলাতেশের হাতে বিকল্পও নেই। যে কারণে এই জুটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচেও আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। পরের তিনটি স্থানে বেশ কয়েক ম্যাচ ধরে খেলছেন লিটন দাস, সাকিব আল হাসান ও আফিফ হোসেন। এই পজিশনগুলোতে তাদের স্থান পাকাই বলা যায়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বড় ব্যবধানে হারা ম্যাচে ইয়াসির আলির পরিবর্তে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ। সে ম্যাচে ১০১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ব্যাটিং লাইনআপ লম্বা করতে জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ মিলতে পারে ইয়াসির আলি রাব্বির, তাহলে বাদ পড়বেন মিরাজ। নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন আগেপিছে করে হয়তো নামবেন ব্যাটিং করতে।
বাকি থাকে বোলারদের প্রসঙ্গ। দলে স্পিন অলরাউন্ডার থাকায় হয়তো এ ম্যাচেও সুযোগ মিলবে না একমাত্র স্পেশালিস্ট স্পিনার নাসুম আহমেদের। সেক্ষেত্রে তিনজন পেসার নিয়েই নামবে টাইগার বাহিনী। গত দুই ম্যাচেই ভালো বোলিং পারফরম্যান্স এসেছে তাসকিন-হাসান-মুস্তাফিজ ত্রয়ী থেকে। এই তিনজনই হয়তো খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।