জিম্বাবুয়ের বিপক্ষে তাসকিন আহমেদের পর জোড়া আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারেই শুমবা এবং ফর্মে থাকা রাজাকে ফেরান তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৩ রান।
নেদারল্যান্ডসের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তাসকিন। সেই ধারা বজায় রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। এবার জিম্বাবুয়ের বিপক্ষেও প্রথম ওভারে উইকেট তুলে নেন তাসকিন।
ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে অফ স্টাম্পের বাইরে শর্ট বল পেয়ে তুলে মেরেছিলেন ওয়েসলি মাধেভেরে। তা ক্যাচ ধরেন মুস্তাফিজ। নিজের পরের ওভারে আবারো উইকেট তুলে নেন তাসকিন। লেন্থের বল উইকেটরক্ষকের কাছে ক্যাচ তুলে দেন অধিনায়ক ক্রেগ আরভিন। তিনি ফিরে যান ৮ রান করে।
এরপর মুস্তাফিজ শো। নিজের প্রথম ওভারেই প্রথম তুলে নেন শুমবাকে। এরপর রাজাকে আউট করে জিম্বাবুয়েকে বড় চাপে ফেলে দেন এই কাটার মাস্টার। এখন ব্যাটিংয়ে আছেন চাকাভা এবং উইলিয়ামস।
এদিকে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। শান্তর দুর্দান্ত ফিফটির ওপর ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। শান্ত খেলেছেন ৫৫ বলে ৭১ রানের ইনিংস।
শান্তর ৭১ বাদেও, আফিফ করেছেন ২৯ এবং অধিনায়ক সাকিব খেলেছেন ২৩ রানের ইনিংস। জিম্বাবুয়ের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন মুজারাবানি এবং নাগারভা। আর গত ম্যাচে পাকিস্তান বধের রাজা পেয়েছেন এক উইকেট।