আগামী ৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠিতে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি।
রোববার (৩০ অক্টোবর) সকালে শহরের বিভিন্ন স্থানে জেলা বিএনপির নেতারা এ লিফলেট বিতরণ করেন। নেতাকর্মীরা সড়কের মোড়ে মোড়ে পথচারী ও যানবাহনের যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন। বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য আহ্বায়ক জানানো হয় এ লিফলেটে।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
এছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে পথচারী ও যানবাহনের যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন। বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য অনুরোধ জানানো হয় লিফলেটে।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।
লিফলেট বিতরণ শেষে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আগামী ৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে ঝালকাঠি থেকে লক্ষাধিক নেতাকর্মী যোগদানের কথা রয়েছে। ইতোমধ্যে সরকার সমর্থিত বাস মালিকরা সমাবেশে যেতে বাধা দেয়ার জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। প্রয়োজনে হেঁটে সমাবেশে যাবে নেতাকর্মীরা। কোনো বাধাই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।