বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাধীনতাত্তোর বাংলাদেশের চলচ্চিত্রে দেশাত্মবোধক গানের বৈশিষ্ট্য বিশ্লেষণ’ শীর্ষক সেমিনার। রোববার (৩০ অক্টোবর) সকালে এ সেমিনার হয়।
সেমিনারে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠার পর বেশ কয়েকজন সুরকার গীতিকার সংগীত পরিচালক ও কণ্ঠযোদ্ধাদের নতুন নতুন গানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করে। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধভিত্তিক ও বিভিন্ন ধরনের চলচ্চিত্রে দেশাত্মবোধক গানের উপস্থাপন লক্ষ্য করা যায়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক সাংবাদিক আহসান উদ্দিন ভূঁইয়া। প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশের খ্যাতিমান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক সুরকার শেখ সাদী খান, বিশিষ্ট গীতিকার মুন্সি ওয়াদুদ ও গবেষণা কর্মের তত্ত্বাবধায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ড. সাইম রানা।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীর। এ ছাড়াও আলোচনায় অংশ নেন চলচ্চিত্র সংশ্লিষ্ট পরিচালক, গবেষকরা।
সেমিনারে উপস্থিত সুরকার, সংগীত পরিচালক শেখ সাদী খান বলেন, স্বাধীনতাত্তোর বাংলাদেশ চলচ্চিত্রে বিভিন্ন সময়ে দেশাত্মবোধক গানের ব্যবহার হয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে এসব গানগুলো ‘৭১ এর আংশিক যুদ্ধের ঘটনা স্পষ্ট তুলে ধরে।
এ ছাড়াও আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ড. সাইম রানা।