বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী এমপি বলেছেন, ‘বিএনপি-জামায়াতসহ বিরোধী শক্তিগুলো আবারও মানুষ মারার ষড়যন্ত্রে নেমেছে। তারা মানুষ মারার প্রেক্ষাপট তৈরি করছে।’
রোববার (৩০ অক্টোবর) দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত ভাওয়াল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত যুবলীগের সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, ‘ঢাকায় যুবলীগের জনসভায় বিএনপি-জামায়াত জোট ও স্বাধীনতাবিরোধী শক্তিকে দেখিয়ে দিতে চাই যে, আপনাদের জন্য আওয়ামী লীগের আন্দোলনে নামার দরকার নাই। শেখ হাসিনার নির্দেশে আপনাদের প্রতিরোধের জন্য যুবলীগই যথেষ্ট।’
জনসভার প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত আন্দোলনগুলোতে দেখেছি ঢাকার মাঠ, জনসভাস্থল তখনই পরিপূর্ণ হয়, যখন সেখানে গাজীপুরের লোকজন পৌঁছে। তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সবার আগে গাজীপুর থেকে ওই সমাবেশের প্রস্তুতি সভা শুরু হলো। পরে অন্যান্য জেলায় এরকম প্রস্তুতি সভা করা হবে।’
যুবলীগের এই নেতা আরও বলেন, ‘আজকের কেন্দ্রীয় যুবলীগের দায়িত্ব সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশের ওপর। যুবলীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার সম্মতি দিয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের।’
আগামী ১১ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব সমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভায় গাজীপুর মহানগর, জেলা ও টাঙ্গাইল জেলা যুবলীগের নেতৃবৃন্দ অংশ নেন।
কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম আহ্বায়ক মো.সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু প্রমুখ।