চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ২২ জনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৯ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজারে হাজীগঞ্জ সেতুর পূর্বপাড়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ছিল। ওই শোভাযাত্রা থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় হাজীগঞ্জ থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড কাঁদানে গ্যাস ও ২৪ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।
এ ঘটনায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে পুলিশ। এতে অন্তত ৫০০ জনকে আসামি করা হয়েছে যাদের সবাই বিএনপি ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদলদের নেতাকর্মী। এর পরেই ধরপাকড় শুরু করে পুলিশ। পরে রোববার বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে মোট ২২ জনকে আটক করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এতে সুনির্দিষ্ট নাম দিয়ে ১৮৬ এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩৫০ জনকে।
অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে বলেও জানান ওসি।