ছবি: সংগৃহীত
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচ জয়ের পর দক্ষিণ আফ্রিকার কাছে আত্মসমর্পণ করল ভারত। ম্যাচটিতে ভারতের জয় চেয়েছিল পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তাদের সেই আশা পূরণ হলো না। রোহিতদের এমন দুর্দশা দেখে ক্ষোভে ফেটে পড়লেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।
পাক কিংবদন্তির মতে, অযথা তাড়াহুড়া করে উইকেট ছুড়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু কেন এতটা ক্ষুব্ধ হলেন শোয়েব আখতার? শুধুই কি ভারতের ব্যাটসম্যানদের মানসিকতায় বিরক্ত হয়েছেন তিনি? নাকি অন্যকিছু?
রোববার (৩০ অক্টোবর) পার্থে টস হেরে প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে লুঙ্গি এনগিডির তোপের মুখে পড়ে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় ভারত। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের ৪০ বলের ৬৮ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৩৩ রানে ইনিংস থামায় রোহিত শর্মারা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকাও। মাত্র ২৪ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন দিশেহারা, তখন পথ দেখান ডেভিড মিলার ও মার্করাম। ৪১ বলে ৫২ রান করে মার্করাম আর্শদীপের শিকার হয়ে ফেরেন। কিন্তু রানের চাকা সচল রাখেন মিলার। ৪৬ বলে ৫৯ রানের অপরাজিত থেকে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। প্রোটিয়ারা জিতে যায় ৫ উইকেটে।
রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটির এ হারে সেমির পথ আরও কঠিন হয়ে গেল পাকিস্তানের জন্য। প্রথম দুই ম্যাচের হারের পর বেশ চাপে পড়ে গেছে বাবর আজমরা। গ্রুপ ২ থেকে মাত্র দুটি দলই সেমিফাইনালে জায়গা করে নেবে। সেই দৌড়ে ভালো মতো এগিয়ে রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের বিপক্ষের ম্যাচে ভারত জিতে গেলে পয়েন্টের বিচারে গ্রুপে দ্বিতীয়স্থান পাওয়ার একটা সুযোগ থাকত পাকিস্তানের সামনে। কিন্তু ভারতের হারের ফলে সেই সুযোগ আর নেই তাদের। কারণ গ্রুপ- ২ থেকে সেমিফাইনালিস্ট হিসেবে নিজেদের জায়গা কার্যত পাকা করে ফেলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
এতে গ্রুপ পর্ব থেকেই পাকিস্তানের বিদায়ের আশঙ্কা তৈরি হয়ে গেল। তার সঙ্গে রয়েছে আন্ডারডগ জিম্বাবুয়ের কাছে হারের লজ্জা। সব মিলিয়েই ফেটে পড়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, ‘আমি বলেছিলাম, পাকিস্তানের জন্য ভারতকে জিততে হবে। পাকিস্তানের সুযোগ নষ্ট করবেন না। কিন্তু পাকিস্তানের সব সুযোগ নষ্ট করে দিচ্ছে ভারত।’
ভিডিওটি পোস্ট করে শোয়েব লিখেন, ‘ভাই তোমাদের কি খুব তাড়া?’
সমান সংখ্যাক ৩টি করে ম্যাচ শেষে সুপার টুয়েলভের গ্রুপ দুইয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। বাংলাদেশ রয়েছে ৩ নম্বরে। টেবিলের পঞ্চম স্থানে রয়েছে বাবর আজমের দল। ৩ পয়েন্ট নিয়ে চারে জিম্বাবুয়ে এবং সবক’টি ম্যাচ হেরে টেবিলের তলানিতে নেদারল্যান্ডস।