রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আকবর (৪৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার অটোরিকশাটিও খোয়া গেছে।
রবিবার (৩০ অক্টোবর) রাতে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
আকবর ভোলা লালমোহন উপজেলার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবদুল মালেক হেকিম। পরিবার নিয়ে তিনি কাজলা নতুন রাস্তা কাঠেরপুল এলাকায় থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান জানান, গত শুক্রবার (২৮ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে কে বা কারা আকবরকে অচেতন অবস্থায় কাজলা নতুন খালপাড় মসজিদের পাশের রাস্তায় ফেলে রেখে যায়। পরিচিতরা দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে তার বাসায় নিয়ে যান। তখন পরিবারের সদস্যরা তাকে বিভিন্নভাবে সুস্থ করার চেষ্টা করেন। তবে কোনো উন্নতি না হওয়ায় শনিবার (২৯ অক্টোবর) সকালে তারা মুগদা হাসপাতালে নিয়ে ভর্তি করেন তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়।
এসআই জানান, ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা তাকে চেতনানাশক কিছু খাইয়ে তার অটোরিকশা ও টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়েছে।