বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মির্জা ফখরুল। দলের সর্বোচ্চ নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সোমবার (৩১ অক্টোবর) রাতে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, জোবায়দা রহমান একেবারেই রাজনীতির সঙ্গে জড়িত নন। তিনি একজন পেশাজীবী মেধাবী চিকিৎসক। শুধু জিয়া পরিবারের বধূ হওয়ায় রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
ডা. জোবায়দা রাজনীতিতে আসবেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ডা. জোবায়দা রাজনীতিতে আসবেন কি-না সেটা সময়ই বলে দেবে। জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে সরাতেই ডা. জোবায়দাকে জড়িয়ে গ্রেফতারি পরোয়ানা দেয়া হয়েছে।
‘সামনের বছর দুর্ভিক্ষ হতে পারে’, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, এতে স্পষ্ট হয় সরকার আপৎকালীন খাদ্য মজুত করতে ব্যর্থ হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে বেগম জিয়ার মুক্তিসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।