বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ফাইল ছবি
বিএনপি ও জাতীয় পার্টির সব সংসদ সদস্য (এমপি) পদত্যাগ করলেও সংসদে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সাবেক এই সংসদ সদস্য বলেন, এই সরকার অবৈধ, জনগণের ভোটে তারা ক্ষমতায় আসেনি। বিদেশেও এই সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন আছে। তাছাড়া সংসদে কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয় না।
মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, বিএনপির ৭ জন এমপির পদত্যাগের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শুধু দলের মহাসচিব বলেছেন দল চাইলে যে কোনো সময় পদত্যাগ করতে প্রস্তুত এমপিরা।