রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে মাদক পাচারকারী সিন্ডিকেটের ওই পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার মো. জামাল মিয়া (৩২), মো. নাইম (২৪), মো. রুবেল (২৪), মো. আমান উল্লাহ (২৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মো. কামাল হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডেমরা সার্কেলের পরিদর্শক মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটনের যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক পাচারকারী সিন্ডিকেটের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।