চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (১ নভেম্বর) রাতে নিজেদের শেষ ম্যাচে ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে ৪-২ গোলের সান্ত্বনার জয় পেয়েছে জাভির দল। গত সপ্তাহে ইন্টার মিলান প্লজেনকে ৪-০ গোলে উড়িয়ে দেয়ার পরই বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল।
প্লজেনের মাঠে শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ে বার্সা। একের পর আক্রমণে প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে ফেলে কাতালান ক্লাবটি। প্রথম ১৮ মিনিটে বার্সার পজিশন ছিল ৮৩ শতাংশ, বিপরীতে প্লজেনের বল পজিশন ছিল মাত্র ১৩ শতাংশ। তার আগেই অবশ্য ম্যাচে লিড নেয় বার্সা।
ম্যাচের মাত্র ৬ মিনিটে মার্কোস আলেনসো এগিয়ে দেন বার্সাকে। এগিয়ে গিয়েও আক্রমণের ধারা থেকে সরে আসেনি বার্সা। উল্টো বিদায়ের জ্বালা মেটাতে বোধহয় চেক ক্লাবটির ওপর চেপেই বসে তারা। একের পর এক আক্রমণে নিজেদের শক্তির প্রমাণও যেন দিতে চেয়েছে বার্সা।
বিরতির ঠিক আগমুহূর্তে বার্সাকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন ফেরান তোরেস। কাছাকাছি জায়গা থেকে দারুণ এক ভলিতে গোল করেন এই স্প্যানিশ তারকা। প্রথমে অবশ্য জর্দি আলবাকে অফসাইড ধরে নিয়ে বাতিল করা হয় সেই গোল। পরে অবশ্য ভিএআরের সাহায্য নিয়ে গোলের সিদ্ধান্ত জানান রেফারি।
বিরতির পর অবশ্য বার্সাকে কাঁপিয়েই দিয়েছিল প্লজেন। ঘরের মাঠে ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান থমাস কোরি। কিন্তু তার তিন মিনিট পরই আবারো গোল করে বার্সেলোনা। ডি-বক্সের ভেতরে রাফিনহার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তোরেস। এরপর অবশ্য আরেকটি গোল শোধ করে প্লজেন। ৬৩ মিনিটে সেই কোরিই ভলকানোভার ক্রস থেকে হেড করে ব্যবধান ৩-২ করেন।
এ সময় বার্সার সান্ত্বনার জয়টিও মনে হচ্ছিল শঙ্কায়। তবে সে শঙ্কা দূর করেন পাবলো তোরে। ম্যাচের ৭৫ মিনিটে রাফিনহার দ্বিতীয় অ্যাসিস্ট থেকে গোলটি করেন তোরে। এই গোলটিতেই শেষ পর্যন্ত নিশ্চিত হয় বার্সার জয়।