নাটোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় এক শিক্ষার্থীর ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (৭ অক্টোবর) দুপুরে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জসিম প্রধানের ছেলে হৃদয় হোসেন (১৮)। তিনি চলতি এইচএসসি পরীক্ষায় নাটোরের বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে মানবিক বিভাগে অংশ নিয়েছিলেন।
জানা গেছে, সোমবার সকাল ১০টার পর থেকেই হৃদয়ের ঘরের দরজা বন্ধ ছিল। দীর্ঘক্ষণ পরেও দরজা না খুললে হৃদয়ের ছোট ভাই ঘরের ফাঁক দিয়ে দেখতে পায় তার ভাই ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে হৃদয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচা ওয়াসিম প্রধান বলেন, রোববার (৬ নভেম্বর) হৃদয়ের পরীক্ষা খারাপ হয়েছে শুনেছি। এ কারণে হয়তো হৃদয় এ ঘটনা ঘটাতে পারে।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, সোমবার দুপুরে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।