দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। চলতি বছরে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭০। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ায়, সেটির প্রতিকার চেয়ে মেয়রদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ফেসবুক স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, সবকিছু খোদার হাতে ছেড়ে বসে থাকবেন না, প্রিয় মেয়রদ্বয়। মশা মারার কার্যকরী ব্যবস্থা নেন। ডেঙ্গুতে একটা প্রাণও যাক আমরা চাই না। আপনারা সোশ্যাল মিডিয়ায় থাকলে নিশ্চয়ই ছোট্ট ফেরেশতা মধুর ছবি আপনাদের টাইমলাইনেও দেখেছেন। যদি ওই ছবি আপনাদেরও বুক ভেঙে দিয়ে থাকে তাহলে অবিলম্বে মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
তিনি আরও লেখেন, যদি আপনারা না চান আমাদের কোনো শিশু হাসপাতালে লড়াই করুক বেঁচে থাকার জন্য, তাহলে মশা নির্মূলে কার্যকর ব্যবস্থা নেন। দয়া করে, একটু নড়েচড়ে বসেন। খোদাতায়ালা আমাদের বুদ্ধি, শক্তি, আর দায়িত্ব দিয়েছে এসব প্রতিরোধে উদ্যোগ নেওয়ার জন্যই।