সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের ব্রিজ নির্মাণের পাশে তিন নাইট গার্ডকে বেঁধে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সঙ্গে লুট করা মালামাল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলেন এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী।
গ্রেপ্তার হওয়ারা হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড়শিমুল পঞ্চসোনা গ্রামের আব্দুল বাছেদ আকন্দের ছেলে আমিরুল ইসলাম (৩০) ও একই গ্রামের হজরত আলীর ছেলে মো. আবদুল্লাহ (৩৫)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ১ নভেম্বর ভোর ৩টার দিকে যমুনা নদীর তীরে নির্মাণাধীন সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের পিডিএল বেজ ক্যাম্পে জেলে সেজে আসে ১০-১২ জনের একটি দল। তারা প্রাণ-আরএফএল কোম্পানির তিন নাইট গার্ডকে মারধর করে বেঁধে ১ হাজার ২৪৪ কেজি রড, সিমেন্ট, ইলেকট্রিক ক্যাবল, পাইপ, টুলবক্স, ডিজেলসহ ১৮ প্রকারের মালামাল লুট করে পালিয়ে যায়।
নূরে আলম বলেন, লুট হওয়া এসব মালামালের মূল্য প্রায় পৌনে ৯ লাখ টাকা। পরদিন ২ নভেম্বর অজ্ঞাতনামা ১২-১৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন প্রাণ-আরএফএল কতৃপক্ষ। এরপর সদর থানা পুলিশ তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তিসহ অন্যান্য তথ্য ব্যবহার করে ডাকাতদেরকে সনাক্ত করা হয়।
তিনি আরও বলেন, সোমবার (৭ নভেম্বর) টাঙ্গাইল জেলার কালিহাতী ও সিরাজগঞ্জ সদর এবং বেলকুচি থানায় অভিযান চালিয়ে ডাকাতদলের সদস্যদের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যমতে ১ হাজার ২৪৪ কেজি রড ও ডাকাতির কাজে ব্যবহৃত নৌকা উদ্ধার করা হয়। বাকি ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের টিম অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।