কাতার বিশ্বকাপ শুরুর দিন দশেক আগে আবারও হোঁচট খেল আর্জেন্টিনা। ইনজুরিতে বিশ্বকাপ খেলা হচ্ছে না দলটির মিডফিল্ডার জিওভান্নি লো সেলসোর। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এ তথ্য নিশ্চিত করেছে।
টটেনহামের এই মিডফিল্ডার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। রোববার (৬ নভেম্বর) অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের ২৫ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়েন তিনি। সেটিই শেষ পর্যন্ত কাল হলো তার। শুধু ক্লাব ফুটবলই নয়, জাতীয় দলের জার্সিতেও বেশ কয়েক বছর ধরে নিয়মিত মুখ জিওভান্নি। মেসি বাহিনীর কোপা আমেরিকাজয়ী দলের সদস্যও তিনি। এ ছাড়া শেষ কয়েকটি ম্যাচেও একাদশে ছিলেন।
এদিকে, জিওভান্নিসহ আরও কয়েকজনের চোট শঙ্কা থাকায় এখনও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। জানা গেছে, দল ঘোষণার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি। ফিফার ঘোষণা অনুযায়ী, ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড বেছে নেয়ার জন্য দলগুলো সময় পাবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। তার পরদিন অর্থাৎ ১৫ নভেম্বর ফিফা সব দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করবে।
বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৪৬ জনের প্রাথমিক দল কাটছাঁট করে ৩১ জনে এনেছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি, যা এরই মধ্যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) জমা দিয়েছেন। এদিকে টিওয়াইসি স্পোর্টসের খবর, আর্জেন্টিনার স্কোয়াড আরও ছোট হয়ে এসেছে। ৩১ সদস্যের দল নেমে এসেছে ২৭ জনের স্কোয়াডে।
শেষ মুহূর্তে ছিটকে গেছেন জিওভান্নি লো সেলসো। এখনও ভাবনায় আছেন রোমার ফরোয়ার্ড পাওলো দিবালা। এদিকে লিওনেল স্ক্যালোনির নেতৃত্বে আর্জেন্টিনার কোচিং স্টাফ এরই মধ্যে কাতারে পৌঁছে গেছে, সঙ্গে একমাত্র খেলোয়াড় গোলকিপার ফ্রাঙ্কো আরমানি। জানা গেছে, বিশ্বকাপে আর্জেন্টিনা দল থাকবে কাতার বিশ্ববিদ্যালয়ে। সেখানেই উঠেছেন স্ক্যালোনি ও তার দল।
আগামী সপ্তাহে বেশিরভাগ খেলোয়াড় কাতারে পা রাখতে শুরু করবেন। ১৬ নভেম্বর আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মেসিরা।
আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে দলটির অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।