মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে বাবুল হাওলাদার নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার অনুষ্ঠিত নির্বাচনে বাবুল হাওলাদার মোটরসাইকেল প্রতীক নিয়ে ৭ হাজার ৬২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খলিলুর রহমান দর্জি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩৬৩ ভোট।
গতকাল সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা বিকাশ চন্দ্র দে।
আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এখানে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে প্রার্থী দেওয়া হয়নি। তবে আওয়ামী লীগের দুটি পক্ষ থেকে দুজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দুজনসহ চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন ছয়জন।
নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ঘোড়া প্রতীকের প্রার্থী খলিলুর রহমান দর্জি ও মোটরসাইকেল প্রতীকের বাবুল হাওলাদার। তাঁদের মধ্যে সাংসদ শাজাহান খানের সমর্থক হলেন খলিলুর রহমান দর্জি। আর সাবেক সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সমর্থক হলেন বর্তমান চেয়ারম্যান বাবুল হাওলাদার। প্রচারণার শুরু থেকেই মুখোমুখি অবস্থানে ছিলেন তাঁরা।
তবে ঘটমাঝি ইউপির আলোচিত এই নির্বাচনে পুলিশের কড়াকড়ি থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্য মোতায়েন ছিল। এ ছাড়া দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। সরকারদলীয় প্রতীক নৌকা না থাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই নির্বাচন।