ছবিঃ সংগৃহীত
বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সালমান খান। বর্তমানে তিনি ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। তার ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমাও আগামী বছর মুক্তি পাবে। এর মাঝেই এলো তার আরেকটি সিনেমার খবর।
বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’-এর চতুর্থ সিনেমা নিয়ে আসতে যাচ্ছেন সালমান খান ও আরবাজ খান। ইতোমধ্যেই সিনেমার প্রযোজক এবং পরিচালক আরবাজ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পিংকভিলার সঙ্গে একটি সাক্ষাৎকারে আরবাজ বলেন, তার আগামী সিনেমার তালিকায় ‘দাবাং ৪’ রয়েছে। সালমান এবং তিনি তাদের অন্য কাজগুলো শেষ করে ‘দাবাং ৪’ এর কাজে হাত দেবেন। তারা ফ্রি হলেই একত্রে স্ক্রিপ্ট নির্ধারণ করবেন। কারণ এটি তাদের উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটি ফ্র্যাঞ্চাইজি।
তিনি আরও বলেন, ‘দাবাং ৪’ এমন একটি কাজ যা তারা অনেক ভালোবাসা ও প্রচেষ্টা নিয়ে করতে চান। দর্শকরা তাদের কাছে কী আশা করে, সে সম্পর্কেও তারা অবহিত রয়েছেন।
এর আগে ‘দাবাং ৩’ বক্স অফিসে কোনোরকমে উতরে গেলেও দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সিনেমাটি নিয়ে বহুল প্রত্যাশা থাকলেও তা দর্শকদের হতাশ করেছে। তাই ‘দাবাং ৪’-এর ক্ষেত্রে সেই ভুলগুলো শুধরে নিতে চান পরিচালক ও প্রযোজক আরবাজ খান।