সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যা মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি কুটি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, গ্রেফতার কুটি মিয়া (২৪) সিলেট নগরীর বড়বাজার গোয়াইপাড়া এলাকার মৃত নুর মিয়ার ছেলে।
এর আগে, রোববার রাত ৮টার দিকে সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামালকে আম্বরখানা বড়বাজার এলাকায় গাড়ির গতিরোধ করে দুটি মোটরসাইকেল। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে খুনিরা পালিয়ে যায়। স্থানীয়রা কামালকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই ময়নুল হক বাদী হয়ে এসেম্পির এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছাত্রলীগ কর্মী আজিজুর রহমান সম্রাটকে প্রধানকে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি আছেন আরও পাঁচ থেকে ছয়জন।